ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেট নিয়ে গুগল সার্চে বিশেষ ফিচার

প্রকাশিত: ২২:৩৮, ৬ জুন ২০১৯

ক্রিকেট নিয়ে গুগল সার্চে বিশেষ ফিচার

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে সার্চ জায়ান্ট গুগল তাদের সার্চ পাতা ও অ্যাসিস্ট্যান্টে নতুন ফিচার যুক্ত করেছে। এতে গুগল সার্চে সহজেই ব্যবহারকারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। টুর্নামেন্টের হার-জিতের টেবিল, গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের পাশাপাশি আগামী ম্যাচগুলো সম্পর্কেও সহজে জানা যাবে। গুগল সার্চ অপশনে ‘ICC Cricket World Cup’ লিখলেই এসব তথ্য পাবেন। গুগল বাংলাতেও এ সুবিধা চালু করছে। ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ’ লিখলেই ক্রিকেটসংক্রান্ত তথ্য পাবেন। গুগলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গুগল জানায়, যাঁরা লাইভ খেলা দেখতে পারছেন না, তাঁদের জন্য খেলার সংক্ষিপ্ত ভিডিও হাইলাইটস দেখাচ্ছে তারা। এ ছাড়া খেলার লাইভ স্কোর দেখার সুবিধা আছে সার্চ অপশন থেকে। মোবাইল ব্রাউজার ও অ্যান্ড্রয়েড গুগল অ্যাপ থেকে এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করেও বিশ্বকাপ ক্রিকেটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
×