ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমুদ্র তীরে ঢেউয়ের সঙ্গে এলো রহস্যময় বস্তু

প্রকাশিত: ০৬:৩৭, ৬ জুন ২০১৯

সমুদ্র তীরে ঢেউয়ের সঙ্গে এলো রহস্যময় বস্তু

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র সৈকতে কীটের মতো দেখতে রহস্যময় বস্তু পাওয়া গেছে। বস্তুটির পুরো শরীরে রয়েছে হাড়ের কাটা। বিশেষজ্ঞরা এখনও এটি শনাক্ত করতে পারেনি। ঢেউয়ের সঙ্গে সৈকতে এসে পড়ে বস্তুটি। বিশেষজ্ঞরা বলছেন, তারা বুঝতে পারছেন না অদ্ভুত জিনিসটি আসলে কী। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শ্যাকলফোর্ড তীরে এটি পাওয়া যায়। জিনিসটি কী হতে পারে- তা নির্ধারণে মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁরা। নর্থ ক্যারোলিনা ন্যাশনাল পার্ক সার্ভিসের অংশ ন্যাশনাল সি শোর-এর ওয়াচম্যান বলেন, 'সৈকতে একটি অদ্ভুত জিনিস পাওয়া গেছে। বস্তুটি শনাক্ত করার জন্য আমাদের সাহায্য প্রয়োজন।' ফেসবুকে বস্তুটির ছবি শেয়ার করে বলা হয়েছে, 'অদ্ভুত জিনিসটি সমুদ্রের শ্যাকলফোর্ড তীরের পূর্বাংশের শেষ দিকে একজন ভিজিটর পেয়েছেন। তার কাছ থেকে জিনিসটি নিয়ে এর ছবি তুলি আমরা।' এতে আরও বলা হয়েছে, 'জিনিসটি কী হতে পারে তা নিয়ে আমরা প্রচণ্ড বিভ্রান্তিতে আছি। এটি কোনও অলঙ্কৃত কীটের (প্লামড ওর্ম) কেইসও হতে পারে।' প্লামড ওর্ম-এর শরীরের বাইরের অংশ প্রাণীর চামড়ার মতো তবে অমসৃন হয়ে থাকে। এটি দড়ির টিউবের মতো যার ভেতর কীটটি বসবাস করে। কেউ কেউ মন্তব্য করেছেন, জিনিসটি ডোরাকাটা বারফিস'এর কঙ্কাল হতে পারে। ন্যাশনাল সি শোর-এর ওয়াচম্যান বলেন, 'ভার্জিনিয়া ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর মৎস্য বিজ্ঞানী এবং অনেকে মনে করছেন এটি ডোরা কাটা বারফিস-এর কঙ্কাল।
×