ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসি-মার্তিনেসের নৈপুণ্যে নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

প্রকাশিত: ২২:২৭, ৮ জুন ২০১৯

মেসি-মার্তিনেসের নৈপুণ্যে নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক ॥ প্রথমার্ধে জোড়া গোল করলেন লিওনেল মেসি, দ্বিতীয়ার্ধে লাউতারো মার্তিনেস। কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিকারাগুয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার সান হুয়ানে বাংলাদেশ সময় শনিবার সকালে ৫-১ গোলে জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা আর্জেন্টিনা প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। জিওভানি লো সেলসোর বাড়ানো বলে ডি-বক্সের ভেতরে মেসি পা ছোঁয়ানোর পর অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ২৯তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে ফাউলের শিকার হয়েছিলেন মেসি। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে ফিরে। ৩৭তম মিনিটে মেসিই দলকে এনে দেন কাঙ্ক্ষিত গোল। লো সেলসোর বাড়ানো বল ডি-বক্সের ঠিক বাইরে ধরে পায়ের জাদুতে চার ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক। পরের মিনিটে আগুয়েরোর শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে থাকা মেসি বল পেয়ে শটে ব্যবধান দ্বিগুণ করেন। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার গোল এখন ৬৭টি। দ্বিতীয়ার্ধের শুরুতে আর মেসিকে নামাননি কোচ লিওনেল স্কালোনি। তবে গোল পেতে সমস্যা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আগুয়েরোর বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামা মার্তিনেসের গোলে স্কোরলাইন ৩-০ করে নেয় আর্জেন্টিনা। ৬৩তম মিনিটে কর্নারে ডি-বক্সে বল পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে আরেক কর্নারে মাত্র মাঠে নামা ভিয়ারিয়ালের ডিফেন্ডার রামিরেস ফুনেস মোরি হেড করার পর পাওয়া বল দারুণ ভলিতে জালে জড়িয়ে ব্যবধান আরও বাড়ান মার্তিনেস। ৮১তম মিনিটে পাল্টা আক্রমণে রদ্রিগো দে পলের ক্রসে বল খুব কাছ থেকে খালি জালে পাঠিয়ে স্কোরলাইন ৫-০ করেন বদলি নামা ওয়াটফোর্ডের মিডফিল্ডার রবের্তো পেরেইরা। শেষ দিকে ডি বক্সে নিকোলাস ওতামেন্দির হাতে বল লাগলে পেনাল্টি পায় নিকারাগুয়া। যোগ করা সময়ে স্পট কিকে নিকারাগুয়াকে সান্ত্বনার গোল এনে দেন হুয়ান বেররেরা। রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হারের পর খেলা নয় ম্যাচে আর্জেন্টিনার এটি ষষ্ঠ জয়। কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল ১৯৯৩ সালে। আগামী ১৪ জুন শুরু হবে এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার। শনিবার মন্তেভিদেওতে অন্য ম্যাচে পানামাকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক উরুগুয়ে। একটি করে গোল করেন মাক্সিমিলিয়ানো গোমেস, লুইস সুয়ারেস ও ফেদেরিকো ভালভেরদে।
×