ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

প্রকাশিত: ০০:২১, ৯ জুন ২০১৯

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

অনলাইন ডেস্ক ॥ টেনিস-ক্রিকেট-টেনিস, এই চক্রেই কেটেছে অস্ট্রেলিয়ার তরুণী অ্যাশ্লেই বার্টির ২৩টি বসন্ত। চার বছর বয়স থেকে টেনিসে মন থাকলেও বার্টি হঠাৎ করেই নাম লিখিয়ে বসেন ক্রিকেটে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ ব্রিসবেন হিটের হয়ে চুক্তি করেন তিনি। তবে ২ বছর ক্রিকেট খেলে ২০১৬ সালে ফের টেনিসে মন দেন এই তরুণী। আর ২০১৯'এ এসে প্রথম প্রথম গ্র্যান্ডস্ল্যামও জিতে ফেললেন বার্টি। গতকাল (শনিবার) ফ্রেঞ্চ ওপেনে নারী এককের ফাইনালে চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রোশোভাকে সরাসরি সেটে হারিয়েছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই দুজনের সামনেই ছিল প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। তবে রোঁলা গাঁরোয় লড়াই জমেনি। ভন্দ্রওশোভাকে ৬-১, ৬-৩ সেটে হারিয়ে দেন বার্টি। এদিকে, আজ রবিবার ছেলেদের এককের ফাইনালে প্রতিযোগিতার রেকর্ড এগারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি হবেন ডমিনিক টিম। বলতে গেলে, গেল বছরের ফাইনালের প্রতিচ্ছবি ঘটেছে এবারের ফাইনালে। কারণ গেল ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও মুখোমুখি হয়েছিল নাদাল ও থিম। সেবার নাদালের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল অস্ট্রিয়ার টেনিস তারকা থিমের।
×