ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় জয় দিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি সারল ব্রাজিল

প্রকাশিত: ২৩:০৪, ১০ জুন ২০১৯

বড় জয় দিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি সারল ব্রাজিল

অনলাইন ডেস্ক ॥ বড় জয় দিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি সারল ব্রাজিল। কোপার আগে শেষ প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১২ সালের পর ব্রাজিলের সবচেয়ে বড় জয় এটিই। নিজেদের মাঠে রোববার ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ষষ্ঠ মিনিটে গোলের সূচনাটা করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ১৩ মিনিটে থিয়াগো সিলভা ও ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ফিলিপে কুতিনহো। এর মধ্যে ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হন্ডুরাসের কুইতো। ১০ জনের হন্ডুরাসকে দ্বিতীয়ার্ধে আরো চেপে ধরে ব্রাজিল। ৪৭ মিনিটে জেসুস পূর্ণ করেন জোড়া গোল। এরপর ৫৬ মিনিটে নেরেস ক্যাম্পস, ৬৫ মিনিটে রবার্তো ফিরমিনো ও ৭০ মিনিটে রিচার্লিসনের গোলে বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।ব্রাজিলকে কোপা আমেরিকা খেলতে হবে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই। চলতি মাসের শুরুতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন পিএসজি ফরোয়ার্ড। আগামী ১৫ জুন ‘এ’ গ্রুপে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কোপা আমেরিকা অভিযান। এর আগে চারবার কোপা আয়োজন করে চারবারই শিরোপা জিতেছে সেলেসাওরা।
×