ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রখ্যাত অভিনেতা-নাট্যকার গিরিশ কারনাড আর নেই

প্রকাশিত: ০১:০৯, ১০ জুন ২০১৯

প্রখ্যাত অভিনেতা-নাট্যকার গিরিশ কারনাড আর নেই

অনলাইন ডেস্ক ॥ বলিউড ও ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, নাট্যকার গিরিশ কারনাড (৮১) আর নেই। সোমবার ব্যাঙ্গালুরুতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। কানাড়া ভাষায় অসংখ্য নাটক লিখেছেন তিনি। তাকে কানাড়া সাহিত্যের জনপ্রিয় নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়। তার মৃত্যুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী গভীর শোক প্রকাশ করে বলেছেন, ভারত তার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। শিল্পে অবদান রাখায় ১৯৭৪ মালে পদ্মশ্রী ও ১৯৯২ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন গিরিশ কারনাড। সাহিত্য ও থিয়েটারের অবদান রাখায় তিনি ১৯৯৯ মালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার লাভ করেন। সূত্র: দ্য নিউজ মিনিট
×