ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণ

প্রকাশিত: ০৬:০৭, ১০ জুন ২০১৯

এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে খেলাপি ঋণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাত্র তিন মাসের ব্যবধানে ১৬ হাজার ৯৬৩ কোটি টাকা বেড়েছে ব্যাংক খাতের খেলাপি। তিন মাস আগেও মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। তবে ২০১৮-১৯ অর্থবছরের মার্চ শেষে নতুন উচ্চতা স্পর্শ করল খেলাপি নামক এই ব্যাধি। ব্যাংক খাতের নানা অনিয়মের কারণেই এটা বেড়েই চলেছে বলে মত বিশ্লেষকদের। প্রতিবছর ধারাবাহিকভাবে কুঋণের পরিমাণ বাড়লেও এক লাখ কোটি টাকার উপরে কখনও যায়নি। তবে চলতি অর্বছরের প্রথম নয় মাসে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে ব্যাংকিং খাতে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১০ হাজার ৮৭৪ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৯ লাখ ১১ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। যা ২০১৭ সালের ডিসেম্বরের তুলনায় ৯ দশমিক ৩১ শতাংশ। ওই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছিল ১৯ হাজার ৬০৮ কোটি টাকা।
×