ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে শিশু ও স্কুল ছাত্রের প্রাণ গেল সড়কে

প্রকাশিত: ০৯:৪৭, ১০ জুন ২০১৯

চরফ্যাশনে শিশু ও স্কুল ছাত্রের প্রাণ গেল সড়কে

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোমবার সকালে আড়াই বছরের শিশু শাওন ও রবিবার রাতে মেজবাহ উদ্দিন রনি (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে রাকিব ও সজিব নামের দুই স্কুল ছাত্র। শাওন উপজেলার আহম্মদপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। রনি চর যমুনা গ্রামের ইউছুফ সরদারের ছেলে। সে দুলার হাট মাধ্যামিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, শাওন বাসা থেকে বের হয়ে রবিবার দুপুরে দুলারহাট-হাজিরহাট সড়কে কেরানীর দোকানের কাছে এলে একটি মোটর সাইকেল চাপা দিয়ে যায়। তাকে ভোলার সদর হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে সে মারা যায়। চরফ্যাশন থানার উপ- পুলিশ পরিদর্শক জাহাঙ্গির আলম জানান, চরফ্যাশন- দুলার হাট সড়কে শুক্কুরের দোকানের পূর্ব পার্শ্বে রবিবার রাত সাড়ে ৭ টায় রনি, রাকিব, সজিব তিন বন্ধু মোটসাইকেল বাড়ি ফেরার পথে দুর্ঘটনা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার রনিকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক হওয়ায় রাকিব ও সজিবকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা জানান, রাস্ত ওপর মাটি কাটার ড্রেজার পাইপের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল দূর্ঘটনা হয়।
×