ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পেনের জয়রথ চলছেই

প্রকাশিত: ২৩:১২, ১১ জুন ২০১৯

স্পেনের জয়রথ চলছেই

অনলাইন ডেস্ক ॥ ইউরো বাছাইয়ে জিতেই চলেছে স্পেন। সুইডেনকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে প্রতিযোগিতাটির সাবেক চ্যাম্পিয়নরা। মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে সোমবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধের তিন গোলে ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। সের্হিও রামোসের গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মিকেল। নরওয়েকে হারিয়ে বাছাই শুরু করা লুইস এনরিকের দল দ্বিতীয় ম্যাচে মাল্টার বিপক্ষে জিতেছিল। আর গত শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-১ গোলে হারায় তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। বল দখলের পাশাপাশি আক্রমণে একচেটিয়া আধিপত্য করা স্পেন ৬৪তম মিনিটে রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায়। ফারো আইল্যান্ডসের মাঠেও দলকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ৮৫তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড মোরাতা। এর দুই মিনিট পরেই কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করে জয় নিশ্চিত করেন কিছুক্ষণ আগেই বদলি নামা রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড মিকেল। এবারের বাছাইপর্বে সুইডেনের এটা প্রথম পরাজয়। এই গ্রুপের অন্য ম্যাচে মাল্টার মাঠে ৪-০ গোলে রোমানিয়া ও ফারো আইল্যান্ডসের মাঠে ২-০ গোলে নরওয়ে জিতেছে।
×