ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একাদশে জায়গা পেতে যাচ্ছেন ব্যাটসম্যান লিটন ও পেসার রুবেল

প্রকাশিত: ০১:০২, ১১ জুন ২০১৯

একাদশে জায়গা পেতে যাচ্ছেন ব্যাটসম্যান লিটন ও পেসার রুবেল

অনলাইন ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটে ব্রিস্টলে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা পেতে যাচ্ছেন ব্যাটসম্যান লিটন দাস ও পেসার রুবেল হোসেন। আগের তিন ম্যাচের একাদশ থেকে জায়গা হারাচ্ছেন মোহাম্মদ মিঠুন। রুবেলকে প্রাথমিকভাবে সুযোগ দেওয়া হচ্ছিল মেহেদী হাসান মিরাজের জায়গায়। তবে ঊরুর চোট পাওয়া সাকিব আল হাসান শেষ পর্যন্ত না খেললে রুবেল হবেন তার বদলি। খেলবেন মিরাজও। সাকিব খেললে বাইরে থাকতে হবে মিরাজকে। মিঠুন প্রথম দুই ম্যাচে একদম খারাপ করেননি। রান করেছিলেন ২১ ও ২৬। খুব বড় ইনিংস যদিও নয়, তবে ইনিংসের গতি ধরে রাখার চেষ্টা ছিল ব্যাটে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দু্ই বল খেলেই আউট হন শূন্য রানে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচে সুযোগ পেয়ে লিটন করেছিলেন ৭৬ রান। পরে বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেন ৭৩ রানের ইনিংস। এই দুই ম্যাচেই লিটন ব্যাট করেছিলেন তার সহজাত পজিশন ওপেনিংয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে মিঠুনের জায়গায় বিবেচনা করা হয়েছে মিডল অর্ডারে। সাকিব শেষ পর্যন্ত না খেললে অবশ্য লিটন ব্যাট করতে পারবেন টপ অর্ডারেই। মিরাজ আগের তিন ম্যাচেই বেশ ভালো বোলিং করেছেন। তবে তার জায়গায় রুবেলকে খেলানোর ভাবনা মূলত ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের আকৃতির কারণে। এই মাঠের সোজাসুজি বাউন্ডারি বেশ ছোট, অফ স্পিনারদের সোজা ব্যাটে খেলে সহজেই চার-ছক্কা আদায় করা সম্ভব। আড়াআড়ি দুই পাশের বাউন্ডারি আবার বেশ বড়। রুবেল সাধারণত যে লেংথে বল করেন, তাতে তাকে সোজা খেলা কঠিন। আড়াআড়ি খেলতে গেলে বড় বাউন্ডারির চ্যালেঞ্জ নিতে হবে। তবে সাকিব শেষ পর্যন্ত না খেললে সোজাসুজি ছোট বাউন্ডারির মাঠেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে মিরাজকে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
×