ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

প্রকাশিত: ০৮:৫৫, ১১ জুন ২০১৯

১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

অনলাইন রিপোর্টার ॥ দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১১ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেসকল নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো- গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনা। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জেলা প্রশাসক পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়। সেসময় ১০টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল
×