ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

প্রকাশিত: ০৯:১৬, ১৩ জুন ২০১৯

 ইসরাইলী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়া

সিরিয়ার সরকারী সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সিরীয় লক্ষ্যবস্তুতে ইসরাইল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এএফপি। সানার মতে, গোলান মালভূমির কাছের তাল আল-হেরা এলাকায় স্থানীয় সময় রাত প্রায় দুটার দিকে (২৩০০ জিএমটি মঙ্গলবার) ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। হামলার লক্ষ্যবস্তু কি ছিল তা সানা স্পষ্ট করেনি। সানা অভিযোগ করেছে, ইসরাইল সিরিয়ার রাডার ব্যবস্থায় বৈদ্যুতিক যুদ্ধ ও জ্যামিং সৃষ্টি করছে। ২০১১ সালে সিরিয়া যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার অনুগত ইরান ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
×