ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিশো-মেহজাবিনের ‘মন বদল’

প্রকাশিত: ০৯:২৬, ১৩ জুন ২০১৯

  নিশো-মেহজাবিনের ‘মন বদল’

সংস্কৃতি ডেস্ক ॥ এবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে অসংখ্য নাটক ও টেলিফিল্ম বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে। এর মধ্যে যে কয়টি নাটক ও টেলিফিল্ম আলোচনায় এসেছে তার মধ্যে অন্যতম ‘মন বদল’। ‘মন বদল’ নাটকটি প্রচারে আসার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ নির্মাতা মহিদুল মহিম। নাটকটিতে অভিনয় করেছেন সময়ের সেরা দুই অভিনয় শিল্পী আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। একই নাটকের ভিড়ে যখন সবাই বিরক্ত তখন সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের নাটক ‘মন বদল’ দর্শকদের মন জয় করে নিয়েছে। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে কমেডি, ইমোশন, বাস্তবতা ও সামাজিক মেসেজ নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। আফরান নিশো বলেন, অন্য সব নাটক থেকে এ নাটকের গল্প ভিন্ন। তাই দর্শকরা গ্রহণ করেছে। আর দর্শক গ্রহণ করেছে জানার পর শিল্পী হিসেবে আমার ভালও লাগছে। ‘মন বদল’ নাটকটি মিরাকী প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়, এ প্রতিষ্ঠানের প্রযোজক মাসুম শেখ। প্রযোজক মাসুম শেখকে ধন্যবাদ জানিয়ে মেহজাবিন বলেন, নাটকের প্রযোজক মাসুম শেখ ভাইকে বিশেষ ধন্যবাদ। অন্য ধরনের গল্পে তিনি প্রযোজনা করেছেন এবং তাতে সাফল্য পেয়েছেন। সেই সঙ্গে পরিচালক মহিদুল মহিমের কথাও বলতে হয়। তিনি অনেক পরিশ্রম করেছেন। নাটকের গল্প, চরিত্র, চিত্রনাট্য ও নির্মাণে পরিচালক দক্ষতার পরিচয় দিয়েছেন। মেহজাবিন এই নাটকে তার ভিন্নধর্মী ও অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন। আফরান নিশো বরাবরের মতই তার ভার্সাটাইল অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ‘মন বদল’ নাটকটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান করছে। ‘মন বদল’ নাটকের মতো ভিন্নধর্মী ও ভাল মানের নাটক আরও বেশি বেশি নির্মিত হবে এমনটাই সবার প্রত্যাশা।
×