ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাংকিং খাত সংস্কার না করলে আর্থিক খাত বিপর্যয়ের মুখে পড়বে ॥ মেনন

প্রকাশিত: ০৯:৩২, ১৩ জুন ২০১৯

 ব্যাংকিং খাত সংস্কার না করলে আর্থিক খাত বিপর্যয়ের মুখে পড়বে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ মৌলিক গবেষণার ক্ষেত্রে শিক্ষা বৃত্তির জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৮-এর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের তরফ থেকে ২০১১ সালে প্রচলিত এই শিক্ষা বৃত্তির পরিমাণ এখন ১ কোটি টাকা ও প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ১ হাজার ২০০ জনের বেশি। মার্কেন্টইল ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাবেক মন্ত্রী মেনন বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ দেশের উন্নয়নকে ত্বরান্বিত ও টেকসই করতে পারে। ব্যাংকখাত সম্পর্কে বলতে গিয়ে মেনন বলেন, এটাই এখন আমাদের অর্থনীতির প্রধান দুর্বলতা। এখাতে সংস্কার করা না গেলে কেবল ব্যাংকিং ব্যবস্থা নয়, সমগ্র আর্থিক খাত বিপর্যয়ের মুখে পড়বে। তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছিলেন তারা ঋণ খেলাপীর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের পর আর এক টাকাও ঋণ খেলাপী হবে না। সেখানে ইতোমধ্যেই গত এক মাসে ঋণ খেলাপীর পরিমাণ ১৭ হাজার কোটি টাকা বেড়ে এখন ১ লাখ কোটি টাকার ওপর চলে গেছে, যা প্রস্তাবিত বাজেটের প্রায় এক পঞ্চমাংশ হবে।
×