ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

তামান্নার ‘খামোশি’

প্রকাশিত: ১০:৩৭, ১৩ জুন ২০১৯

তামান্নার ‘খামোশি’

তামান্না ভাটিয়ার কপালটাই অন্য রকম। মুম্বাইয়ে তার জন্ম এবং বেড়ে ওঠা। পাঞ্জাবী পরিবারের মেয়ে। বাবা মস্ত বড় হীরক ব্যবসায়ী। দেখতে শুনতে দারুণ সুন্দরী হওয়ায় কিশোরী বয়স থেকেই মডেলিং এবং অভিনয়ের প্রস্তাব আসতে শুরু করেছিল। মাত্র ১৫ বছর বয়সে বলিউডি সিনেমা চাঁদ সে রোশান চেহারা’র মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়েছিল ২০০৫ সালে। তখন কয়েকটি মিউজিক ভিডিওতে তামান্নার উপস্থিতি অনেকেরই নজর কেড়েছিল, তখন বলিউডে তার কপাল খুলে যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তা ঘটেনি। দক্ষিণী সিনেমায় কাজ করার প্রস্তাব পেতেই তখন আর না বলতে পারেননি সুন্দরী এই অভিনেত্রী। কারণ রুপালি পর্দায় অভিনেত্রী হিসেবে নিজেকে ব্যস্ত করে তোলার ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছিল তামান্নার। তার সাফল্যের ক্ষেত্রটা নির্ধারিত হয়েছিল সেখানেই। গত ১৪-১৫ বছরে অনেক তামিল তেলেগু সিনেমায় অভিনয়ের সুবাদে এখন তিনি দক্ষিণী সিনেমার অঙ্গনে সুপারস্টার। তার ঝুলিতে রয়েছে ‘বাহুবলি’, ‘আয়ান’, ‘সিরুতাই’, ‘ভিরাম’, ‘দেবী’, স্কেচ, হানড্রেড পার্সেন্ট লাভ, বেঙ্গল টাইগার, ‘ওপিবি’, ‘ফান এ্যান্ড ফ্রাস্টেশন’-এর মতো বক্স অফিসে ঝড় তোলা বেশ অনেক তামিল তেলেগু সিনেমা। সেখানকার নামী-দামী জনপ্রিয় সব সুপারস্টার নায়কের সঙ্গে তামান্নার অভিনয়ের খায়েশও পূর্ণ হয়েছে ইতোমধ্যে। বর্তমানে তাকে তামিল তেলেগু সিনেমার জগতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া একজন শীর্ষ অভিনেত্রী বিবেচনা করা হয়। দক্ষিণী সিনেমার একজন প্রতিষ্ঠিত তারকা অভিনেত্রী হওয়ার সুবাদে বলিউডি সিনেমায় নায়িকা হওয়ার বড় সুযোগ পেয়ে যান তামান্না ‘হিম্মতওয়ালা’র রিমেকে। প্রথমে যে চরিত্রে শ্রীদেবী অভিনয় করেছিলেন সেই চরিত্রে অভিনয়ের সুবাদে হিন্দী চলচ্চিত্রে নিজেকে পাকাপোক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন বিখ্যাত এই অভিনেত্রী অথচ একই চরিত্রে অভিনয় করে তামান্নার কপাল খুলে যায়নি বলিউডে। ‘হিম্মতওয়ালা’র ব্যর্থতা তাকে অনেকটাই থমকে দেয়। এরপর তামান্না বলিউডে নিজেকে ব্যস্ত করে তোলার প্রচেষ্টা বাদ দিয়ে দক্ষিণী চিত্রলোকে নিজেকে থিতু করেন। যদিও এরপর ‘হামসকল’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘তুতাক তুতাক তুতিয়া’, ছবিগুলোতে তামান্নাকে দেখা গেছে। কিন্তু বলিউডে তার কপালটা বরাবরই প্রতারণা করেছে বলিউডি সিনেমায় অভিনয় করে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশ তিনি। তার মনে এক ধরনের জেদ চেপে আছে। দক্ষিণী সিনেমার অঙ্গনে একের পর এক হিট সুপার হিট ছবি উপহার দিতে সক্ষম হলেও বলিউডে কেন তিনি তা পারছেন না। বলিউডে যে কোন মূল্যে সাফল্যের চমক দেখাতে চান তামান্না। নিজের সেই আকাক্সক্ষা পূরণে আবার একটি হিন্দী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার সেই বলিউডি সিনেমা ‘খামোশি’। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘হরর থ্রিলার ধাঁচের এ ছবিতে তামান্নার সঙ্গে আরও আছেন দক্ষিণী সিনেমার আরও দুই তারকা প্রভু দেবা ও ভূমিকা চাওলা। আমেরিকান সিনেমা ‘হুস’- এর হিন্দী রিমেক ছবিটিতে তামান্নাকে একজন বধির ও বোবা চরিত্রে দেখা যাবে। জটিল এ চরিত্রে অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি। মজার ব্যাপার হলো, একই সিনেমার তামিল রিমেক ‘কোলায়িথুর কালাম’-এ একই চরিত্রে অভিনয় করেছে দক্ষিণী সিনেমার আরেক সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। এই জুনে ‘খামোশি’র পাশাপাশি তামিল ছবিটিও মুক্তি পাবে। একই কাহিনী নিয়ে নির্মিত দুটি সিনেমায় প্রধান চরিত্রে দুই দক্ষিণী সুপারস্টার অভিনেত্রীর মুখোমুখি অবতীর্ণ হওয়াটা চাঞ্চল্য সৃষ্টি করেছে দর্শকমনে। তামান্না ভাটিয়া অনেকদিন ধরেই হিন্দী সিনেমায় বড় ধরনের সাফল্যের প্রত্যাশায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নতুন সিনেমা ‘খামোশি’ তেমনই এক চেষ্টা বলা যায়। নিজের আকাক্সক্ষা পূরণে সিরিয়াসলি কাজ করেছেন একজন বোবা এবং বধির তরুণীর চরিত্রে। দেখা যাক এবার তামান্নার আকাক্সক্ষা কতটা পূরণ হয়।
×