ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সারতাজ আলীম

সিনেমার ইতিহাসের যত মাইলফলক

প্রকাশিত: ১০:৪০, ১৩ জুন ২০১৯

 সিনেমার ইতিহাসের  যত মাইলফলক

ঝিরঝিরে আবছা কিছু ছবি থেকে আজকের ঝলমলে সিনেমা... সিনেমার পথচলা শুরু হয়নি একদিনে। ফলে ইতিহাসের ঠিক কোথা থেকে সিনেমার জন্ম সেটা নির্দিষ্ট করে কেউই বলেন না। শুরু“যেখান থেকেই হোক, প্রযুক্তির সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে সিনেমাও। গত শতাব্দীর শুরুতে যেমন মানুষ থ্রিডি প্রযুক্তির মতো কিছু ভাবতেও পারত না হয়ত তেমনি ভবিষ্যতেও এমন কিছু আসবে যেটা আজ ভাবে না কেউই। একনজরে দেখে নেয়া যাক সিনেমার সূচনা থেকে নির্বাক যুগ পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো। ১৮৩০- প্রথম মুভিং ইমেজ তৈরি। ঘূর্ণায়মান ড্রাম এবং ডিস্কের সাহায্যে জোসেফ প্লাটিউ নামের এক বেলজিয়াম অধিবাসী, এবং সাইমন ভন নামের এক আস্ট্রিয়ান এটা তৈরি করেন। ১৮৮৯- মার্কিন বিজ্ঞানী টমাস আলফা এডিসন আবিষ্কার করলেন কাইনেটোস্কোপ। যন্ত্রের হাতল ঘুরিয়ে আমরা প্রথমে দেখতে পেলাম চলন্ত ছবি, যাকে বলে চলচ্চিত্র। ১৮৯৪- প্রথম বাণিজ্যিক সিনেমার এক্সিবিশন। ১৮৯৫- বাণিজ্যিকভাবে প্রথম সিনেমা প্রদর্শিত হয়। ফ্রান্সের দুই ভাই একটি প্রজেক্টর নির্মাণ করেছিলেন যা দিয়ে তারা চলচ্চিত্র দেখাতেন। ১৮৯৬- টমাস এডিসন উন্নতমানের প্রজেক্টর তৈরি করেন। ১৯০২- সিনেমায় প্রথম রঙের ব্যবহার। ১৯০৩ কাল্পনিক গল্পভিত্তিক প্রথম সিনেমা The Great Train Robbery মুক্তি পায়। ১৯০৬ Humorous Phases of Fun Faces-এর মাধ্যমে এ্যানিমেশন ছবির যাত্রা শুরু।“ সালে পূর্ণাঙ্গভাবে প্রথম স্টপ মোশনের মাধ্যমে এ্যানিমেশন চলচ্চিত্রের যাত্রা শুরু যদিও অবিশ্বাস্যভাবে এর যাত্রা অনেক আগে। ১৯০৯ মোড় ঘুরিয়ে দেয়া বছর যুক্তরাষ্ট্রের হলগুলোতে ৯০০০-এর বেশি সিনেমা মুক্তি পায়। নিউইয়র্ক টাইমস পত্রিকায় সিনেমা রিভিউ ছাপতে শুরু করে। এই পত্রিকাটিই সিনেমার শিল্পীদের স্টার বলে অবহিত করে। সামগ্রিকভাবে সিনামার জনপ্রিয়তা বেড়ে যায়। সম্পূর্ণ কৃত্তিম আলোতে সিনেমা শূটিংও করা হয় এই বছর। ১৯১১ সিনেমার শেষে ক্রেডিট দেয়া শুরু। ১৯১২- ফটোপ্লেনামের প্রথম চলচ্চিত্রভিত্তিক ম্যাগাজিনের যাত্রা শুরু।“ প্যারামাউন্ট পিকচারসের জন্ম ১৯১৬- ১০ হাজার ডলারে মিউচুয়াল স্টুডিও চার্লি চ্যাপলিন। ১৯১৯- ইউনাইটেড আর্টিস্টের জন্ম। চ্যাপলিন, মেরি পিকফোর্ড, ডগলাস ফেয়ারব্যাংকস এবং ডি ডব্লিউ গ্রিফিথের উদ্যোগে গঠিত এই স্টুডিও ব্যবসার চেয়ে শিল্পীদের ইচ্ছাকে প্রাধান্য দিত বেশি। ১৯২৩- ডিজনির যাত্রা শুরু।“ সিনেমার অভিনয়ে প্রথম প্রাণীর ব্যবহার। ১৯২৪- এ্যালিস’স ওয়ান্ডারল্যান্ডের মুক্তি। ১৯২৭- প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর পূর্বের সিনেমাগুলোতে কোন শব্দ ছিল না। চলচ্চিত্রে নির্বাক যুগের অবসান ১৯২৮- শব্দসহ কার্টুনের উৎপত্তি। (চলবে)
×