ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালদ্বীপ হ্যান্ডবল লীগে বাংলাদেশের সুমির ১১ গোল

প্রকাশিত: ১১:২৯, ১৩ জুন ২০১৯

 মালদ্বীপ হ্যান্ডবল লীগে বাংলাদেশের সুমির ১১ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ দু’বছর পর দ্বিতীয়বারের মতো মালদ্বীপের ‘হাভারু ওমেন্স হ্যান্ডবল টুর্নামেন্ট’-এ খেলছেন বাংলাদেশের সুমি বেগম। বাংলাদেশের প্রথম হ্যান্ডবলার হিসেবে বিদেশের লীগে খেলা সুমি এবার খেলছেন মালদ্বীপের থিনাদো দ্বীপের লাম্বাদা ক্লাবের হয়ে। ইতোমধ্যেই তার দল ফাইনালে পৌঁছে গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলাটি। এতে লাম্বাদার প্রতিপক্ষ আকুয়া প্যারাডাইস। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে সুমির দল ১৯-৪ গোলে হারায় সেনোরাসকে। ম্যাচে সুমি একাই করেন ১১ গোল। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মেয়ে ২৬ বছর বয়সী সুমির ক্লাব লীগ পর্যায়ের ম্যাচে আকুয়া প্যারাডাইস স্পোর্টসকে ১৯-১৮ গোলে, যুম্বা হ্যান্ডবল টিমকে ১৯-৪ গোলে এবং বিল্লাবং হাই এমএমকে ৩০-২ গোলে হারায়। তবে চতুর্থ ম্যাচে সেনোরাস দলের বিপক্ষে ২৩-২৩ গোলে ড্র করে। পঞ্চম ম্যাচে হেরে যায় আকুয়া প্যারাডাইসের কাছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের মধ্যে থাকার সুবাদে (৫ দলের মধ্যে) লাম্বাদার সেমিতে উঠতে কোন সমস্যা হয়নি।
×