ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ১১:৪১, ১৩ জুন ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দ্বিতীয় অধ্যায় প্রস্তুতি-১ ॥ বহুনির্বাচনী-৩০ ১। ১৯৭১ সালের কোন তারিখে মুজিব নগর সরকার গঠিত হয়? (ক) ২৬ মার্চ (খ) ১০ এপ্রিল (গ) ২৭ মার্চ (ঘ) ১৭ এপ্রিল। ২। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল- (i) জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা (ii) কলকারখানা বন্ধ করে দেওয়া (iii) সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ সপ্তম শ্রেণির ছাত্রি নাওমি ২৬ এ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।তার ছবিতে একজন লোক চশমা পরা, কোট পরা একটি আঙ্গুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। ৩। নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? (ক) হোসেন শহীদ সোহ্রাওয়াদী (খ) আবুল কাশেম ফজলুল হক (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ৪। উদ্দীপকে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কীসের অনুপ্রেরণা যুগিয়েছেন- (ক) ভাষা আন্দোলনের (খ) স্বাধীনতা আন্দোলনের (গ) ছয় দফা আন্দোলনের (ঘ) অসহযোগ আন্দোলনের। ৫। ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার ফলে- (i) আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে পড়ে (ii) সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় (iii) ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii। ৬। আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে - (ক) ২৬ মার্চ (খ) ১৬ ডিসেম্বর (গ) ১৭ এপ্রিল (ঘ) ২৫মার্চ। ৭। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরো বেগবান হয়- (i) নিয়মিত মিছিল মিটিং (ii) ছাত্র সংগ্রাম পরিষদ গঠন (iii) বঙ্গবন্ধুর নেতৃত্ব। নিচের কোনটি সঠিক ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) ii ও iii। ৮। জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল? (ক) মার্কিন কনসার্ট (খ) বাংলাদেশ কনসার্ট (গ) স্বাধীন বাংলা কনসার্ট (ঘ) স্বাধীনতা কনসার্ট। ৯। মুক্তিবাহিনীর প্রধান সেনাপ্রতি কে ছিলেন ? (ক) কর্নেল এম.এ.জি.ওসমানী (খ) মেজর জিয়াউর রহমান (গ) মেজর খালেদ মোশাররফ (ঘ) গ্রুপ ক্যাপ্টেন এ.কে.খন্দকার । ১০। পাকিস্তান সরকারকে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করার জন্য আওয়ামী লীগের সাথে অংশ নিয়েছিল- (i) ছাত্র সমাজ (ii) শিক্ষক শ্রেণি (iii) পেশাজীবী ও শ্রমজীবী মানুষ নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii। ১১। ’ক্র্যাক প্লাটুন’ হলো? (ক) গেরিলা দল (খ) বিশেষ বাহিনী (গ) নৌ কমান্ডো (ঘ) বিমান কমান্ডো। ১২। স্বাধীনতা যুদ্ধে ১১টি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার ৬নম্বর সেক্টরটি ছিল- (i) রংপুর জেলা (ii) দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল (iii) দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা। নিচের কোনটি সঠিক (ক) i ও iii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর ঃ ১(খ), ২(ঘ), ৩(গ), ৪(খ), ৫(ঘ), ৬(ক), ৭(ঘ), ৮(খ), ৯(ক), ১০(ঘ), ১১(ক), ১২(ক)।
×