ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুরুদাসপুরে ব্যবহারিক পরীক্ষায় নাম্বার না দেয়ায় ১৭ শিক্ষার্থী ফেল

প্রকাশিত: ০২:৩৫, ১৩ জুন ২০১৯

গুরুদাসপুরে ব্যবহারিক পরীক্ষায় নাম্বার না দেয়ায় ১৭ শিক্ষার্থী ফেল

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের গুরুদাসপুরের কারিগরি বোর্ডের ভোকেশনাল শাখায় ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিকে নাম্বার না দেওয়ায় ১৭ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এজন্য প্রধান শিক্ষকের পদত্যাগ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুরুলিয়া আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক জারজিস ইসলাম ও সহকারী শিক্ষক নুর আলম ব্যবহারিক পরীক্ষায় তাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। এছাড়া তাদের কাছে প্রাইভেট না পড়ার কারণে ইচ্ছা করেই ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠাননি তারা । ফলে তারা লিখিত সকল বিষয়ে পাশ করলেও ব্যবহারিক পরীক্ষায় সবাই ফেল করেছে। তারা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনার পর প্রধান শিক্ষক বারবার রেজাল্ট আসার আশ্বাস দিলেও ভর্তির সময় অতিক্রান্ত হতে চললেও এখনো রেজাল্ট না পেয়ে হতাশ তারা। তাই এ ব্যাপারে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
×