ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামীকাল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

প্রকাশিত: ০৮:০৪, ১৩ জুন ২০১৯

 আগামীকাল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য পেশকৃত বাজেটকে ঋণনির্ভর বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ বাজেটে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে অনানুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আগামীকাল শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আমীর খসরু বলেন, বর্তমান সরকার দক্ষিণ এশিয়ার একমাত্র অনির্বাচিত সরকার। তাই বর্তমান সরকারের বাজেট দেওয়ার নৈতিক অধিকার নেই। তিনি বলেন, এটি বাস্তব সম্মত বাজেট নয়। এটি একটি ঋণনির্ভর বাজেট। এ বাজেটের কারণে দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে যাবে। খসরু বলেন, দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। যারা বাজেট প্রণয়ন করছে তারাই অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে। এর ফলে সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেয়া হচ্ছে- এই টাকা আমার আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে। উল্লেখ্য, নবম জাতীয় সংসদে বিএনপি যখন বিরোধীদলে ছিল তখন সরকারের প্রস্তাাবিত বাজেটের বিপরীতে দলটির পক্ষ থেকে একটি ছায়া বাজেট দেয়া হতো। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপির পক্ষ থেকে আর এ ধরনের আয়োজন করা হয়নি। এবারও বিএনপি ছায়া বাজেট পেশ করেনি। বিএনপি কার্যালয় থেকে জানা যায়, আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত থাকবেন।
×