ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্রাম হবে শহর কর্মসূচী বাস্তবায়নে ৬৬ হাজার কোটি টাকার বরাদ্দ

প্রকাশিত: ০৮:১৪, ১৩ জুন ২০১৯

 গ্রাম হবে শহর কর্মসূচী বাস্তবায়নে ৬৬ হাজার কোটি টাকার বরাদ্দ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এলক্ষ্যে নতুন অর্থবছরে পল্লী উন্নয়নে বাজেটে ৬৬ হাজার ২৩৪ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের উত্থাপিত বাজেটে বক্তৃতায় বলা হয়, গ্রামের সকল বৈশিষ্ট্য বজায় রেখে গ্রাম পর্যায়ে কৃষিযন্ত্র সেবাকেন্দ্র ও ওয়ার্কশপ স্থাপন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, হালকা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাতকরণ ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এছাড়া পল্লী এলাকায় উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ তৈরি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা প্রদানসহ প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি প্রদান এবং নাগরিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগে নেয়া হবে। এলক্ষ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা রাখা হবে। বাজেট বক্তৃতায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন প্রসূত আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ১ লাখ ১ হাজার ৪২টি গ্রাম সংগঠনের আওতায় ৬০ লাখ দরিদ্র্য পরিবারকে সুসংগঠিত করে এদেশ থেকে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনের কাজ চলছে। প্রস্তাবিত অর্থবছরে পল্লী সেক্টরে ৫,৫০০ কিলোমিটার নতুন সড়ক, ৩০ হাজার ৫০০ মিটার ব্রিজ, কালভার্ট, ১৩ হাজার কিলোমিটার পাকা রাস্তা, ৩ হাজার ৭০০ মিটার ব্রিজ কালভার্ট রক্ষণাবেক্ষণ, ১৯০টি গ্রোথ সেন্টার হাটবাজার উন্নয়ন, ১৩০টি সাইক্লোন সেন্টার নির্মাণ, ৬৪টি উপজেলা কমপ্লেক্স নির্মাণ করা হবে। এছাড়া পল্লীজনপদ নামে আধুনিক আবাসন প্রতিষ্ঠার মতো উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা হবে। এলক্ষ্যে কৃষি ও পল্লী উন্নয়নখাতে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ৬৬ হাজার ২৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা বেশি।
×