ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চারটি কবিতা ॥ শামীম নওরোজ

প্রকাশিত: ১১:৩৭, ১৪ জুন ২০১৯

  চারটি কবিতা ॥ শামীম নওরোজ

দেশত্যাগী মানুষের জবানবন্দী বুকের ভেতর জলের ঝাপটা, জীবনব্যাপী অসুখ আমরা মানুষ উদ্বাস্তু, মানচিত্র নেই এবড় নষ্ট কাল। একটি মানচিত্র ফেলে অন্যকোনো মানচিত্রের দিকে যাওয়া। এরকম মুহূর্তে যারা দলে ভিড়তে চায়, সৌজন্যবশত তাদের দেখে হাসতে পারি না। লোকগুলো কী ভাবে? ভাবুক আর না ভাবুক, মূলত সময়ের ভেতর আমরা সবাই একই যন্ত্রণার দুবাহু মাত্র। কোথাও কোনো আগুন নেই। ঝরা পাতা বাতাসে উড়ছে। অদূরে পাঁচটি কুকুর, তারাও আগুনের জন্য অপেক্ষা করছে। আমাদের কোনো অপেক্ষা নেই। কাঁটাতারের বেড়া ডিঙোতে গিয়ে ছিঁড়ে গেছে পিঠের চামড়া... বুকের ভেতর জলের ঝাপটা, জীবনব্যাপী অসুখ আমরা মানুষ উদ্বাস্তু, মানচিত্র নেই . ফেরেনি মানুষ যন্ত্রণায় বালিশের তুলো উড়েছিলো ঘরের ভেতর... একা একা দেখেছি বিষাদ আমার বুকের পাশে নদী জলের অভাবে ফিরে গেছে কতিপয় পাখি ও পতঙ্গ নদীজলে ফেরেনি মানুষ . নারদ তিনকালে দেখা হবে, দেখা হবে কালে কালে... অসত্য সম্পূর্ণ সত্য হয়ে জ্বলে উঠলো তোমার ঘরের ভেতর তুমি বাইরে বেরিয়ে এসে দেখলে আগুন নয় অসংখ্য ফুলের তোড়া থরে থরে সাজানো মেঝেয়, দেয়ালে ও ছাদে অযোগ্য সময় দেরি করে লাভ নেই চলো শ্মশানের দিকে যাই গীতা থেকে পাঠ করছেন পুরোহিত সবলোক স্বর্গে যাবে তাতে আমাদের কোনো ক্ষতি আছে . আসা আঁধার এসেছে আজ ভোরে তাকে কেউ নিষেধ করেনি আলো এলো জলের মতন আলো এলো শিশিরের সাথে কতিপয় মানুষের মুখ দেখা যায় আলো-অন্ধকারে আঁধার এসেছে আজ ভোরে আলোপাখি শুয়েছিলো ঘাসে ...
×