ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দয়ী ॥ আমেরিকা

প্রকাশিত: ২৩:০৭, ১৪ জুন ২০১৯

তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দয়ী ॥ আমেরিকা

অনলাইন ডেস্ক ॥ ওমান সাগরে তেলবাহী দুটি ট্যাংকারে হামলার জন্য কোনো রকমের প্রমাণ ছাড়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করেছে আমেরিকা। তবে ওই হামলাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যখন ইরানে ঐতিহাসিক সফরে ছিলন তখন এ হামলা হয়। গতকাল সকাল ৮টা ৫০ মিনিট এবং ৯টা ৫০ মিনিটে ট্যাংকার দুটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। জাহাজের সব ক্রুকে উদ্ধার করে ইরানের দক্ষিণ উপকূলে নেয়া হয়েছে। হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করে নি তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, “ওমান সাগরে আজ যে হামলা হয়েছে সে বিষয়ে মার্কিন সরকারের মূল্যায়ন হচ্ছে- এজন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান দায়ী।” সম্প্রতি তিনি আরো বলেন, “গোয়েন্দা তথ্য, ব্যবহৃত অস্ত্র, অভিযান বাস্তবায়নের অভিজ্ঞতা, অন্য জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা -এসবের ওপর ভিত্তি করে আমাদের এই মূল্যায়ন।” পম্পেও বলেন, এমন বড় ধরনের হামলার জন্য কোনো গ্রুপ ওই অঞ্চলে তৎপর ছিল না। ইরানকে দোষারোপ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত প্রকাশ করেছে সৌদি আরব ও ব্রিটেন। সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই।
×