ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে ভয়াবহ বন্যায় ৬১ জনের প্রাণহানি

প্রকাশিত: ২৩:৪২, ১৪ জুন ২০১৯

চীনে ভয়াবহ বন্যায় ৬১ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ ভারী বৃষ্টিপাত ও বন্যায় চীনে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে ঘরছাড়া হয়েছে সাড়ে ৩ লাখের বেশি মানুষ। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দেশটির উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে। ওইসব এলাকা থেকে প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানায়, বন্যায় ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যার পানিতে আটকে পড়া ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। চীনের উত্তরাঞ্চল গ্রীষ্মকালে খরার কবলে পড়ে এবং সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে এসময় বন্যা দেখা দেয়।
×