ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ নিরাপত্তায় ৩ কোটি ডলার চায় ট্রাম্প

প্রকাশিত: ০০:১৮, ১৪ জুন ২০১৯

 ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ নিরাপত্তায় ৩ কোটি ডলার চায় ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ এশিয়ায় চীনের অব্যাহত প্রভাব ঠেকাতে ‘বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তার’ জন্য মার্কিন কংগ্রেসের কাছে তিন কোটি মার্কিন ডলার সহায়তার অনুমোদন চেয়েছে ট্রাম্প প্রশাসন। বৈদেশিক সামরিক সহায়তা হিসেবে এই অর্থ বাংলাদেশ ,শ্রীলংকা ও মালদ্বীপকে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস। তিন দেশের সামরিক বাহিনীকে আর্থিক সহায়তার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’। ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল জানিয়েছে, কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটিকে ওয়েলস বলেছেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় পররাষ্ট্র দপ্তরের নতুন নিরাপত্তা সহায়তা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ কর্মসূচির জন্য কংগ্রেসের সহযোগিতা চেয়েছি, যার মধ্যে তিন কোটি ডলার বৈদেশিক সেনাবাহিনীকে অর্থায়নের জন্য রয়েছে। শ্রীলংকা, বাংলাদেশ ও মালদ্বীপের উপকূলীয় ও সীমান্ত নিরাপত্তায় এই অর্থায়ন হবে।’ সম্প্রতি কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ও এফওয়াই ২০২০ বাজেট’ শুনানি হওয়ার কথা ছিল। কমিটিকে অ্যালিস জি ওয়েলস বলেছেন, ‘আমরা অবকাঠামোগত মান, আঞ্চলিক জ্বালানি ও ডিজিটাল কানেক্টেভিটি এবং সাইবার নিরাপত্তা জোরদারে সহায়তা হিসেবে আরো ছয় কোটি ৪০ লাখ ডলারের জন্য অনুরোধ করছি।’ তিনি জানান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা সহায়তা হিসেবে পররাষ্ট্র দপ্তর ২০২০ অর্থ বছরের জন্য ৪৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার চেয়েছে। এর মধ্যে ভারত ও মালদ্বীপের জন্য উন্নয়ন তহবিলও রয়েছে। এই অর্থ ২০১৯ সালের জন্য অনুমোদিত বরাদ্দের দ্বিগুণেরও বেশি বলে জানান অ্যালিস। চীনের আঞ্চলিক প্রভাব ঠেকানোর উল্লেখ করে অ্যালিস বলেন, ‘আমরা চীন কিংবা অন্য কোনো দেশকে আমাদের মিত্রদের অর্থনীতিকে দুর্বল অবকাঠামো প্রকল্পের মাধ্যমে অস্থিতিশীল ঋণ অথবা স্বচ্ছতাহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষয় ঘটাতে দিতে পারি না।’
×