ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ জুন ২০১৯

নওগাঁয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শুক্রবার দুপুরে নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা প্রশাসন এর আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মেলায় জুনিয়র গ্রুপের পলেথিন থেকে তেল উৎপাদন আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমিন হোসেন প্রথম, সোলার ভিত্তিক স্প্রে মেশিন ভাতশাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাফিও উদ্দীন দ্বিতীয় এবং ষ্মার্ট মটর কন্ট্রোলার আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয় শাহাদত হোসেন তৃতীয়, সিনিয়র গ্রুপে ফায়ার রেজিষ্টান্স হাউজ বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ছাত্র ডিএমআসিফ ইলাহী ওমী প্রথম, স্বপ্নের শহর নিয়ামতপুর সরকারী কলেজের ছাত্র আব্দুল্লাহ আল বাকী দ্বিতীয় এবং আলোর মাধ্যমে ডেটা স্থানান্তর চন্দননগর কলেজের ছাত্র স্াজ্জাদ আলী তৃতীয় এবং বিশেষ গ্রুপে ভয়কে জয় নিয়ামতপুর উপজেলা বিজ্ঞান ক্লাবের আরিফ হোসেন প্রথম, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটয়ার নেটিজেন আইটি লিঃ মেহেদী মুরাদ দ্বিতীয় এবং ওয়াটার লেভেল ইন্ট্রিগ্রেটর সিস্টেম ইউনিক আইসিটি স্কুলের মুচকান-ই-জান্নাত তৃতীয় স্থানকারীদের মধ্যে এবং উপস্থিত বক্তৃতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। জেলার প্রায় অর্ধ শতাধিক স্কুল কলেজের খুদে বিজ্ঞানীরা অংশ গ্রহন করেন।
×