ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিদ্দিকুরের পর রোমান সানা সরাসরি অলিম্পিকে

প্রকাশিত: ০৬:১৮, ১৪ জুন ২০১৯

সিদ্দিকুরের পর রোমান সানা সরাসরি অলিম্পিকে

স্পোর্টস রিপোর্টার ॥ গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করার কৃতিত্ব দেখিয়েছেন রোমান সানা। নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে এই আরচার চমকপ্রদ সাফল্য কুড়িয়ে নেন। এর ফলে তিনি অর্জন করেছেন ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা। তবে রোমান হেরে যান সেমিফাইনালে। রিকার্ভ পুরুষ এককে সানাকে ৭-৩ সেটে হারান মালয়েশিয়ার খায়রুল আনোয়ার। রবিবার সানা নামবেন তা¤্রপদক পাবার লড়াইয়ে। এর আগে কোয়ার্টার ফাইনালে তিনি নেদারল্যান্ডসের ফন ডেন বার্গকে ৬-২ সেটে পয়েন্টে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছিলেন। প্রি-কোয়ার্টার ফাইনালে সানা ৬-৪ সেটে হারিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিনকে। আর তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে হারিয়েছিলেন একই ব্যবধানে। রোমানের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রর্দশনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
×