ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে ছিনতাইকালে পাঁচ মহিলা আটক

প্রকাশিত: ০৭:৩১, ১৪ জুন ২০১৯

নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্যে ছিনতাইকালে পাঁচ মহিলা আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে প্রকাশ্য দিবালোকে শ’শ মানুষের সামনে এক মহিলার গলা থেকে স্বর্ণের মালা ছিনতাইকালে পাঁচ মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বনপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই করে গিলে ফেলা মালাটি চিকিৎসকের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছিল। ছিনতাইয়ের শিকার হাসিনা বেগম উপজেলার ভবানীপুর গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী। আটকরা হলো-ঢাকার সাভারের পোড়াবাড়ি এলাকার জাহিদুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৯), একই এলাকার সুজা মিয়ার স্ত্রী তাসলিমা খাতুন (৩০), পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের হাসান আলীর স্ত্রী রুমা খাতুন (২০), মৃত হালিম উদ্দিনের মেয়ে আয়শা খাতুন (৪৫) ও রয়েল আলীর মেয়ে আঁখি খাতুন (২০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিনা খাতুন তার দুই মেয়েসহ জোয়াড়ী গ্রামে অপর মেয়ে জামাইয়ের বাড়িতে যাবার জন্য বনপাড়া বাজারের সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে কৌশলে হাসিনা বেগমকে ঘিরে ফেলে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের মালাটি ছিঁড়ে নেয়। এ সময় তারা সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করলে তার দুই মেয়ে বুঝতে পেরে মালাসহ ছিনতাইকারী আয়েশা খাতুনকে ধরে ফেলে। উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আয়শা মালাটি গিলে ফেলেন। পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে ধরে পরে সোপর্দ করে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নজমুল হক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আয়শাসহ আটকরা মালা ছিনতাই ও গিলে ফেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×