ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানা-অজানা

প্রকাশিত: ০৯:২৩, ১৫ জুন ২০১৯

 জানা-অজানা

বন্ধুরা গাছপালা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছপালা থেকে আমরা খাবার, অক্সিজেন, বাসস্থান ছাড়াও অনেক কিছু পাই। নিচে গাছপালা সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো। - স্যার জগদীশ চন্দ্র বসু গাছের যে প্রাণ আছে তা আবিষ্কার করেন। -একটি দেশের জন্য শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। -লেবুর পাতার গন্ধ মশা, মাছি সহ্য করতে পারে না। তাই বাসাবাড়িতে লেবু গাছ লাগানো প্রয়োজন। -পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মে। -ফণীমনসা গাছের পাতা নেই । -পৃথিবীতে প্রায় ৩৩ লাখ প্রকারের গাছ আছে। - বাঁশগাছ তাড়াতাড়ি বাড়ে। -আখরোট গাছ সবচেয়ে বেশি ফল দেয়। -আমাজন পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল। -লজ্জাবতী গাছে ছোঁয়া লাগলে নুয়ে পড়ে। -সিনকোনা গাছের রস থেকে রাবার তৈরি হয়। অর্জন পোদ্দার (কুশল) ব্রাহ্মন্দী কে. কে. এম সরকারী উচ্চ বিদ্যালয়, নরসিংদী শ্রেণী : সপ্তম
×