ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির হনুমান জুটি

প্রকাশিত: ০৯:৪৪, ১৫ জুন ২০১৯

 বিরল প্রজাতির হনুমান জুটি

শেরপুর সদরের চরাঞ্চলের পল্লীতে বিরল প্রজাতির হনুমান জুটির বিচরণ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাল রঙের ওই হনুমান জুটিকে স্থানীয় চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকার গাছে গাছে বিচরণ করতে দেখা যায়। হনুমান জুটিকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ স্থানীয়ভাবে চেষ্টা করেও আটক করতে পারেনি। এজন্য বিশেষজ্ঞের মাধ্যমে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে তাদের উদ্ধারের চিন্তা চলছে। জানা যায়, বুধবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ এলাকায় ওই হনুমান জুটিকে একটি ইউক্যালিপ্টাস গাছে বিচরণ করতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের তরফ থেকে ফরেস্টার আবু হাশেম চৌধুরীসহ অন্যরা স্থানীয় প্রচেষ্টায় হনুমান জুটিকে আটক করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর হনুমান জুটি ওই রাতে পার্শ্ববর্তী মাঝপাড়া এলাকায় অবস্থান নেয় এবং বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার বিভিন্ন গাছে গাছে বিচরণ করছে। উৎসুক এলাকাবাসী হনুমান জুটিকে দেখতে ভিড় জমালেও তাদের কোন ক্ষতি করছে না- এমন তথ্যই জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান। এ বিষয়ে জেলা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বিরল প্রজাতির ওই হনুমানকে সাধারণত যশোর অঞ্চলে দেখা যায়। ওই জুটি ট্রাক বা বাসের ছাদে উঠে এ এলাকায় চলে আসতে পারে। চেষ্টা চালিয়েও হনুমান জুটিকে স্থানীয়ভাবে আটক করা সম্ভব হয়নি। তাই বিশেষজ্ঞের মাধ্যমে উদ্ধারে ঢাকা অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। -রফিকুল ইসলাম আধার, শেরপুর থেকে
×