ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেল ট্যাংকারে হামলা ॥ তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না রাশিয়া

প্রকাশিত: ২৩:৪৪, ১৫ জুন ২০১৯

তেল ট্যাংকারে হামলা ॥ তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্তে না পৌঁছনোর জন্য আমেরিকাকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ওই হামলার জন্য আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করছে। কিন্তু রাশিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা মনে করি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকা জরুরি।” গত বৃহস্পতিবার সকালে ওমান সাগরে দুটি বিশাল তেলবাহী ট্যাংকে সন্দেহজনক হামলা হয়। এতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। একটি জাহাজ জাপানি মালিকানাধীন, অন্য জাহাজটি মারশাল আইল্যাণ্ডের। হামলার পরপরই নিকটবর্তী দেশগুলোতে বিপদ সংকেত পাঠানো হয় এবং দ্রতই ইরানি উদ্ধারকারী জাহাজ হামলার শিকার জাহাজ দুটি থেকে সব ক্রুকে উদ্ধার করে। ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে দায়ী করেন এবং সৌদি আরব ও ব্রিটেন তাতে সমর্থন দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গতকাল (শুক্রবার) একই অভিযোগ করেছেন। তারা বলছেন, জাহাজ দুটিতে ইরানের পেতে রাখা মাইন আঘাত করেছ। তবে একটি ট্যাংকারের জাপানি মালিক বলেছেন, জাহাজে উড়ন্ত কোনো বস্তু আঘাত হেনেছে।
×