ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে হামলার জন্যও ইরানকে দায়ী করলেন পম্পেও

প্রকাশিত: ০০:২৩, ১৫ জুন ২০১৯

কাবুলে হামলার জন্যও ইরানকে দায়ী করলেন পম্পেও

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অবাস্তব’ ও ‘অপ্রমাণযোগ্য’ অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। গত ৩০ মে কাবুলের ‘মার্শাল মোহাম্মাদ কাসিম ফাহিম’ সামরিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয় জন নিহত ও চার মার্কিন সেনাসহ অপর ছয় জন আহত হয়। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার (১৩ জুন) ওই হামলার জন্য ইরানকে দায়ী করে এক বিবৃতি প্রকাশ করেন। এর প্রতিবাদে কাবুলস্থ ইরান দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় তেহরান। একইসঙ্গে এ ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে আঞ্চলিক দেশগুলো বিশেষ করে আফগানিস্তান সরকারকে সব রকম সহযোগিতা দিতেও ইরান প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পম্পেও এমন সময় এ অভিযোগ করলেন যখন ইরান নিজের জাতীয় নিরাপত্তার স্বার্থে আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে কাবুলকে ঘনিষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে। ইরান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, কোনো কোনো দেশের সঙ্গে তেহরানের যে মতবিরোধ রয়েছে তা ইরান কখনো আফগানিস্তানে টেনে নিয়ে যেতে চায়নি।
×