ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২০১৯-২০ অর্থবছরের বাজেট জনগণের কোনো উপকার আসবে না ॥ গণফোরাম

প্রকাশিত: ০১:৪১, ১৫ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের বাজেট জনগণের কোনো উপকার আসবে না ॥  গণফোরাম

অনলাইন ডেস্ক ॥ আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবেসংবাদা সম্মেলনে গণফোরাম দাবি করেছে, গত বৃহস্পতিবারের প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট জনগণের কোনো উপকার আসবে না । বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম। দলটির সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত, বাজেট যাতে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোনো ধরনের চেষ্টা নেই। তাই এবারের বাজেটকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
×