ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের গোপালপুরে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে

প্রকাশিত: ০৪:৩৪, ১৫ জুন ২০১৯

টাঙ্গাইলের গোপালপুরে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজার মার্কেট ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে মার্কেটের ১২টি দোকানে আগুনে পুড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, কাকলি সিনেমা হল সংলগ্ন পুরাতন পৌর মার্কেটের পাশে টিনসেড ওয়াল করা মার্কেটের আপন ফেব্রিক্স কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। শর্ট সার্কিট বা কয়েলের থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে। আগুনের খবর পেয়ে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কালো ধোয়ার কারণে একজন আহত হয়েছে। যদিও ফায়ার সার্ভিস কর্মীরা এর সঠিক ক্ষয়ক্ষতি নিরূপন করতে না পারলেও অগ্নিকান্ডে পুরে যাওয়া গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা জানান, এই আগুনের ফলে চাকি সু-স্টোর, আপন ফেব্রিক্সসহ দুটি কাপড়ের দোকান, তপন এন্ড ব্রাদার্সসহ চারটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। হার্ডওয়ারের দোকানগুলোতে বিভিন্ন প্রকারের রং এবং কেমিক্যাল থাকায় আগুন লাগার মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। আগুনে মার্কেটের সবগুলো দোকান পুড়ে যায়। আগুনের এ ঘটনায় ১২টি দোকান ব্যবসায়ীদের দাবি ৪ কোটি ৭১ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
×