ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক বছরে ও শিশু নিনাদ হত্যা মামলার কুলকিনারা হয়নি

প্রকাশিত: ০৬:১৯, ১৫ জুন ২০১৯

এক বছরে ও শিশু নিনাদ হত্যা মামলার কুলকিনারা হয়নি

স্টাফ রিপোর্টার ॥ এক বছরেও রাজধানীর খিলগাঁওয়ের বহুল আলোচিত শিশু নিনাদ হত্যা মামলার কুলকিনারা হয়নি। নতুন করে মামলাটির তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত বছরের ১৪ জুন রাতে রাজধানীর ২১৫/৫ মেরাদিয়ার ভূঁইয়াপাড়ার বাসা থেকে নিখোঁজ হয় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসের প্রথম শ্রেণীর ছাত্র সাফওয়ান আল নিনাদ (৮)। পরদিন বাসার পাশের বেকারীর মালামালবাহী ভ্যানের ভেতর থেকে গলায় পলিথিন মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিনাদের পিতা স্বপন বেপারী অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। পোস্টমর্টেম রিপোর্টে শিশুটিকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে চিকিৎসকরা মতামত দেন। থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পলিথিনের সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন করে। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিনাদের মায়ের মামা জহিরুল ইসলাম লুড্ডু পাশের দোকান থেকে পলিথিন নিয়ে তা দিয়েই শ্বাসরোধে নিনাদকে হত্যা করে। ডিবি পুলিশ আদালতে মামলার চার্জশিট দাখিল করে। যথাযথ তদন্ত ছাড়াই চার্জশিট দাখিলের অভিযোগ এনে বাদি নিনাদের পিতা স্বপন বেপারী চলতি বছরের ১৮ মার্চ আদালতে নারাজির আবেদন করেন। গত ৩১ মার্চ শুনানি শেষে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দেয়। এদিকে আদালত আসামী লুড্ডুর জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠায়।
×