ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল শুরু সোমবার থেকে

প্রকাশিত: ০৭:১০, ১৫ জুন ২০১৯

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল শুরু সোমবার থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের আর্থিক সহায়তায় ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’ মাঠে গড়াচ্ছে কাল সোমবার থেকে। এবারের আসরের প্রথম পর্বে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে মোট ৩৯ দল। দেশের মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। এগুলো হচ্ছে : যশোর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর। জেলা পর্যায়ে সোমবার থেকে যশোর এবং খাগড়াছড়িতে খেলা শুরু হবে। তবে গোপালগঞ্জে শুরু হবে মঙ্গলবার থেকে। ময়মনসিংহে বুধবার এবং রাজশাহী এবং রংপুরে খেলা শুরু হবে আগামী ২৫ জুন থেকে। জেলা পর্যায়ের খেলাগুলো হবে নকআউট পদ্ধতিতে। ছয় জোনের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানার্সআপসহ মোট আট দল নিয়ে ১০ জুলাই থেকে ঢাকায় শুরু হবে ফাইনাল রাউন্ডের খেলা। যে রাউন্ডটি হবে লিগ পদ্ধতিতে। অংশগ্রহণ ফি বাবদ জেলার দলগুলো পাবে ১৫ হাজার টাকা করে। ফাইনাল রাউন্ডে সুযোগ পাওয়া দলগুলো অংশগ্রহণ ফি বাবদ পাবে ২০ হাজার টাকা করে। প্রতি জোনের বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে পাঁচ হাজার টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের পুরস্কার ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে ২৫ হাজার টাকা।
×