ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪১, ১৫ জুন ২০১৯

বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামে অস্ত্র ও গুলিসহ মো. আলমগীর প্রঃ দিদার নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ডাকাতের কাছ থেকে ১টি দেশীয় এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকেলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির (আইসি) পরিদর্শক রফিকুল হাসান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতার কৃত ডাকাতের বিরুদ্ধে ৫টি ওয়ারেন্টসহ ১৫টি মামলা রয়েছে বাঁশখালী থানায়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয় তাকে। জানা যায়, বাহারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামের বিভিন্ন মামলার পলাতক আসামি জামাল আহমদের ছেলে মোহাম্মদ আলমগীর প্রকাশ দিদার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলির সন্ধান দিলে দানু মিয়ার বাড়ির সন্নিকটে একটি খুঁটির পাশে জঙ্গলে লুকানো অবস্থায় দেশীয় তৈরী এলজি ও গুলি উদ্ধার করা হয়। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আলমগীর প্রকাশ দিদার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৯৮ সালে আহমদ মিয়া খুনের মামলা সহ ১৫টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
×