ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:০৪, ১৫ জুন ২০১৯

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধ, মুক্তিযোদ্ধা ও পোষ্য মুক্তিযোদ্ধার স্বপক্ষে জনসাধারনের দারিদ্র বিমোচন ও পূর্নবাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, সেবা উন্নয়ন ও জনকল্যানমূলক কর্মকান্ড করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশনের(বিএমজেএফ) প্রতিষ্ঠিত। আজ বিকেল ৪টায়। (বিএমজেএফ)এর আয়োজনে রাজধানীর রামপুরায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ব্যাকপেইন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলতাফ হোসেন সরকার। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং সূচনা বক্তব্যে (বিএমজেএফ)এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক মতিয়র রহমান ডিজেল সংগঠন সম্পর্কে ছাব্বিশটি নীতিমালা ও দিকনির্দেশনা বিষয়াবলী সবার সম্মুখে উপস্থাপন করেন। বিএমজেএফে’র কেন্দ্রিয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: ফয়েজ উদ্দিন মিয়া বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান যেখানে সুবিধাবিঞ্চত ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করাই আমাদের একান্ত কাম্য। বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মফিজুল হক, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা ড: মমতাজ বেগম, যুগ্ম মহাসচিব আব্দুল আজিজ, সহকারী মহাসচিব মো: আলমগীর কবির সাজিদ প্রমুখ।
×