ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে বন্যপ্রাণী খেখোর বিদ্যুৎ তারে জড়িয়ে মহিলার মৃত্যু

প্রকাশিত: ০৯:২৪, ১৫ জুন ২০১৯

বাঁশখালীতে বন্যপ্রাণী খেখোর বিদ্যুৎ তারে জড়িয়ে মহিলার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউপির ৪ নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি অভ্যারখীল পাহাড়ী এলাকায় শনিবার (১৫জুন) সকালে বন্যপ্রাণী খেখোর বৈদ্যুতিক তারে জড়িয়ে দিলোয়ারা বেগম (৫২) নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই মহিলা একই এলাকার সালেহ আহমদের স্ত্রী। বিদ্যুৎ তারে জড়িয়ে মহিলার মৃত্যুর মৃত্যুর ঘটনায় এলাকাবাসির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে বাঁশখালী থানা পুলিশ শনিবার বিকালে নিহত ঐ মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,অভ্যারখীল পাহাড়ী এলাকাটি ফসলি জমি,পাহাড়ের পাশেই রয়েছে কাকরল সহ বিভিন্ন ক্ষেতে। অধিকাংশ এলাকাবাসীর ক্ষেত রয়েছে এই জায়গাই। সেখানে সালেহ আহমদের ক্ষেত ও রয়েছে। প্রতিদিনের মত দিলোয়ারা বেগম ফজরের নামাজ আদায় করে নিজস্ব কাকরল ক্ষেতে কাকরলের ফুল লাগাতে গেল বন্যপ্রাণী হত্যার উদ্দ্যোশে দেওয়া স্থানীয়দের অবৈধ বিদ্যুৎ সংযোগের তার জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জানা যায়,বেশ কিছু দিন যাবৎ হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় মৃত করম আলীর পুত্র মোহাম্মদ নাছিরের নেতৃত্বে একটি চক্র পুরো ফসলী ক্ষেতে অবৈধ বিদ্যুৎ তার সংযোগ দিয়ে রাখে। যার ধরুন অসবধানতার বশতে ঐ বিদ্যুৎ তারে জড়িয়ে মহিলার মৃত্যু হয়। বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কপিল উদ্দীন জানান, গত রমজান মাসেও টিক একই রকম ভাবে বিদ্যুৎতের তার জড়িয়ে আরো একটি ছেলে আক্রান্ত হয়। তখন ঘটনাটি আমি শুনে চৌকিদার দিয়ে বিদ্যুতের তার গুলো ছিঁড়ে দেওয়া হয়েছিল। পরে তারা আমার অগোছরে আবারো অবৈধ ভাবে বন্যপ্রাণী হত্যার লক্ষে পুনরায় বিদ্যুৎ তার সংযোগ দিয়ে রাখে। যার কারনে আজকে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে মহিলার মৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
×