ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা

প্রকাশিত: ০৯:৩৫, ১৬ জুন ২০১৯

তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুগের সঙ্গে বদলেছে যোগাযোগ মাধ্যম। এখন বেশিরভাগ মানুষই খোঁজখবর নেন হাতের নাগালে থাকা মুঠোফোনে। কেউ কেউ আবার ভিডিও কলে সেরে নিচ্ছেন প্রিয়জন, বন্ধু কিংবা স্বজনদের সঙ্গে কথা-বার্তা। বন্ধুকে ঈদের নতুন পোশাক দেখানো বা প্রিয়জনের জন্য কোন পোশাকটি বেছে নেবেন এর জন্য অনলাইন মাধ্যম ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। সময় বদলের হাওয়া আর তথ্যপ্রযুক্তির ছোঁয়া, বদলেছে যোগাযোগ ব্যবস্থায়। রাজত্ব এখন মোবাইল ফোন আর ভিডিও কলের। এই যেমন সারা। সংসারের ব্যস্ততায় বান্ধবীর সঙ্গে দেখা না হলেও যোগাযোগটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। তাই তো ঈদের নতুন পোশাক দেখানোর পাশাপাশি প্ল্যানিংটাও সেরে নিচ্ছেন ভিডিও কলে। এ রকম বেশিরভাগ তরুণ-তরুণীই যোগাযোগের জন্য বেছে নিচ্ছেন প্রযুক্তিকে। কেউ আবার প্রিয়জনের পোশাক কিনতে গিয়ে দোকান থেকে ছবি পাঠিয়ে জেনে নিচ্ছেন তারা পছন্দটাও। যোগাযোগের জন্য ভিডিও কলের ব্যবহার এখন সবখানেই। শহর কিংবা গ্রাম, শত মাইলের দূরত্বের বাধা পেরিয়ে ভিডিও কলে ঈদের আনন্দের ভাগাভাগিটাও তাই বেশ জমে উঠেছে।
×