ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রফতানি আয়ের নতুন সম্ভাবনা পাট পাতার চা

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ জুন ২০১৯

রফতানি আয়ের নতুন সম্ভাবনা পাট পাতার চা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি আয়ে নতুন সম্ভাবনার নাম পাট পাতার চা। গতবছর প্রায় দুই টন এই চা রফতানি হয়েছে জার্মানিতে। সেদেশের আমদানিকারকরা জানিয়েছেন এবার শুধু জার্মানি না সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার বাজারেও মিলবে নতুন উদ্ভাবিত এই চা। বাংলাদেশ পাটকল কর্পোরেশন এই চা রফতানির জন্য প্রায় ১৯ একর জমিতে মানিকগঞ্জের লেমুবাড়িতে একটি পাইলট প্রকল্প শুরু করেছে। একটা সময় পাটের পাতা শুধু শাক হিসেবে খাওয়া হতো। কিন্তু তা থেকে তৈরি হচ্ছে চা। যা রফতানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। এই চা বাজারজাত করতে মানিকগঞ্জের লেমুবাড়িতে একটি পরীক্ষামূলক প্রকল্প নিয়েছে সরকার। এখানে প্রাকৃতিক উপায়ে চাষ করা হচ্ছে পাট। তারপর সেই পাতা শুকিয়ে গুঁড়া করে তৈরি হচ্ছে চা। সঙ্গে মেশানো হচ্ছে জুঁইয়ের নির্যাস। দেশের বাজারে এই চা বাণিজ্যিকভাবে না মিললেও তা যাচ্ছে জার্মানিতে। সেখানকার একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ২ টন চা আমদানি করেছে। সেই ধারাবাহিকতায় এবারও রফতানি হবে পাট চা। প্রকল্পের উপদেষ্টা বলছেন, এই চায়ে এ্যান্টি অক্সিডেন্ট থাকায় নানাবিধ রোগের জন্য উপকারী। চা তৈরির প্রকল্পটি চলছে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে। প্রতিষ্ঠানটি বলছে, ভবিষ্যতে এই চা দেশেও বাজারজাতের পরিকল্পনা রয়েছে তাদের। বিজেএমসি জানায়, ধীরে ধীরে এই প্রকল্পটিকে আরও বড় আকার দেয়া হবে।
×