ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ছাদে গণ-ছিনতাই, আহত- ৮

প্রকাশিত: ০৪:১৯, ১৬ জুন ২০১৯

গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ছাদে গণ-ছিনতাই, আহত- ৮

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে গণ-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই কারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। ছিনতাইয়ের শিকার ও আহতদের সূত্রে যানা যায়। ঢাকা-ময়মনসিংহ-দেওয়ারগঞ্জ রেলপথে চলাচলকারী দেওয়ানগঞ্জগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনটি রাত সোয়া ৮টার দিকে গফরগাঁও রেলষ্টেশন ছেড়ে যাওয়ার পরপরই প্রায় ৯টার দিকে ফাতেনগর ষ্ট্রেশন যাত্রা বিরতী করে, যাত্রা বিরতীরপর যাত্রী বেশী ৭/৮জনের একদল ছিনতাইকারী ট্রেনের ছাদে ভ্রমনকারী ৩০/৩৫জন যাত্রীকে দেশীয় অস্ত্রোসহ জিম্মি করে সব কিছু ছিনিয়ে নেয়। যাত্রীরা বাঁধা দিতে চাইলে তাদেরকে রামদা দিয়ে পিটিয়ে আহত করে। ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বদিয়া গ্রামের অট্রোরিক্সা চালক রাজিব (২৫) ও মোহনগঞ্জ উপজেলার নলজুড়ি গ্রামের কলেজ ছাত্র হৃদয় (১৯), তাদের সঙ্গে থাকা টাকা পয়সা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীর দল রাজীব ও হৃদয়কে এলোপাথারী ছুরিকাঘাত করে বুকে পিঠে হাতে গুরুত্বর জখম করে, ট্রেন থেকে ফেলে দিতে যায়। হৃদয় ও রাজিবকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের হামলায় আহত ময়মনসিংহ সদর উপজেলায় চরবড়বিলা গ্রামের শাহীন (২৯) জানায়, ছিনতাইকারীর দল তার ২টি মোবাইল সেট ও সঙ্গে থাকা ১ হাজার ২শত টাকা ছিনিয়ে নেয়। টাকা দিতে দেরী করায় রাম’দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। প্রত্যক্ষদর্শী নিরব নামে এক ব্যক্তি জানান, ছিনতাইকারী দল গফরগাঁও ও ফাতেমানগর স্টেশনর থেকে যাত্রী বেশে ছাদে উঠে ছিনতাই শেষে ময়মনসিংহ স্টেশনর থেকে প্রায় ২০০গজ দুরে চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোঃ মোশারফ হোসেন বলেন, আহতদের থানায় মামলা দিতে বলেছিলাম, এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি (দুপুর ২টা)। বিশ্বস্থ সূত্র জানায় প্রতিদিন ঢাকা ময়মনসিংহ রেলপথে চুরি/ছিনতাই ও ছাদ থেকে মানুষ ফেলে দিয়ে হত্যার ঘটনা ঘটলেও রেলওয়ে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
×