ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুত নুসরাত হত্যার বিচার শেষ করার অঙ্গীকার করলেন আইনমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৫, ১৬ জুন ২০১৯

দ্রুত নুসরাত হত্যার বিচার শেষ করার অঙ্গীকার করলেন আইনমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ দেশের বহুল আলোচিত হত্যাকাণ্ড, ফেনীর সোনাগাজী মাদ্রাসার আলীম পরীক্ষার্থী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার অপরাধীদের বিচার প্রক্রিয়া অতিদ্রুত শেষ হওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, যেখানে ১৬ জন আসামির মধ্যে ১২ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানে ৯২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ প্রয়োজন আছে বলে মনে হয় না। এমন নারকীয় হত্যাকাণ্ডের বিচার দ্রুত হবে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীর আকাঙ্ক্ষা এই (নুসরাত হত্যা) আলোচিত মামলা অতিদ্রুত নিষ্পত্তি হোক। সরকারও সে লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি। যেহেতু মামলার সকল আসামী ইতোমধ্যে ধরা পড়েছে, এবং জবানবন্দি দিয়েছে সংশ্লিষ্টদের কাছে। অতএব আশা করি মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে।
×