ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ৩৩৭ রানের লক্ষ্য ভারত

প্রকাশিত: ০৮:৫১, ১৬ জুন ২০১৯

পাকিস্তানকে ৩৩৭ রানের লক্ষ্য  ভারত

অনলাইন রিপোর্টার ॥ চলতি বিশ্বকাপের ২২তম ম্যাচে পাকিস্তানের সামনে ৩৩৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিয়েছে ভারত। এর আগে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ৩০৫ রান করে ভারত। কোহলিকে ৭৭ রানে আউট করেন এই ম্যাচে পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করা মোহাম্মদ আমির। রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করছে স্টার ওয়ান, গাজী টিভি ও মাছরাঙা চ্যানেল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাদের উদ্বোধনী জুটিতে ১শ’ রান ছাড়ায় ভারতের ইনিংস। দলীয় ১৩৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। ইনিংসের ২৪তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার লোকেশ রাহুল। আউট হবার আগে ৭৮ বলে ৫৭ রান করেন তিনি। এরপর রোহিতকে সঙ্গ দিতে মাঠে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দুইজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। ৮৫ বলে তিন অঙ্কের দেখা পান রোহিত। সেই সাথে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরির পাশাপাশি চলমান বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। দলীয় ২৩৪ রানে ভয়ঙ্কর হয়ে উঠা ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে পাঠান পাকিস্তানি পেসার হাসান আলি। ব্যক্তিগত ১৪০ রানে ওয়াহাব রিয়াজের হাতে তালুবন্দি হন রোহিত। তার ইনিংসটি সাজানো ছিল ১৪ চার আর ৩ ছয়ে। এরপর মাঠে আসেন হার্দিক পান্ডিয়া। দলীয় ২৮৫ রানে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আউট হবার আগে তিনি করেন ১৯ বলে ২৬ রান। এরপর ধোনিকে ১ রানে সাজঘরে পাঠিয়ে ম্যাচে দ্বিতীয় উইকেট তুলে নেন আমির।
×