ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ০৯:০৫, ১৭ জুন ২০১৯

 কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সংস্কৃতি ডেস্ক ॥ কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে দূতাবাস নেপালের কাঠমান্ডুর সেনা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নেপাল সরকারের প্রদেশ নম্বর-৩ এর গবর্নর মিসেস অনুরাধা কৈরালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ‘ব্লু পেরিস্কোপ’ সাংস্কৃতিক গোষ্ঠীর কণ্ঠশিল্পী চয়ন চক্রবর্তী এবং অরণ্য অনুপম বেশ কয়েকটি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশনা করে অনুষ্ঠানটি উপভোগ্য করে তোলেন। তারা রবীন্দ্র ও নজরুলের বেশ কয়েকটি কবিতাও আবৃত্তি করেন। অনুষ্ঠানের শুরুতে গবর্নর বাংলাদেশ-নেপালের শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন যা হাজার বছরের অধিক সময় ধরে বিদ্যমান। তিনি বলেন এ সাংস্কৃতিক সেতুবন্ধন আমাদের দুই দেশের মধ্যে বিশেষত বাণিজ্য, পর্যটন, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ককে জোরদার করেছে। রাষ্ট্রদূত মিজ্ মাশফী বিন্তে শাম্স্ সমাপনী বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম উভয়েই বাংলাদেশের মানুষের অন্যতম প্রেরণার উৎস। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের দিকে এগিয়ে চলছে। বাংলাদেশ দূতাবাসের আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিক, নেপাল সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্ত, সার্ক সচিবালয়ের কর্মকর্তা, নেপালে বসবাসরত প্রবাসী বাংলাদেশী, নেপালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×