ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যা ‘বর্ষার ভালবাসা’

প্রকাশিত: ০৯:০৫, ১৭ জুন ২০১৯

 কামাল আহমেদের একক সঙ্গীত সন্ধ্যা ‘বর্ষার ভালবাসা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার শিল্পী কামাল আহমেদের বর্ষার গানে মুগ্ধ হলো দর্শকশ্রোতা। ‘বর্ষার ভালবাসা’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী কালচারার সেন্টার। মূল অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাস, ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী। তারপরই শুরু হয় শিল্পীর একক গান পরিবেশনা। প্রতিটি পরিবেশনার আগে শিল্পী কামাল আহমেদের গান প্রাসঙ্গিক উদ্ধৃতি ছুঁয়ে যায় দর্শকশ্রোতার প্রাণ। যা অনুষ্ঠানে আলাদা মাত্রাও যোগ করে। অনুষ্ঠানে শিল্পী কামাল আহমেদ একে একে চৌদ্দটি গান পরিবেশন করেন। যেসব গানে বর্ষা ও ভালবাসা শুনিয়েছে রবীন্দ্রনাথের সুরেলা ভাষা এবং মিটিয়েছে মনের আশা। মিলনায়তন পূর্ণ দর্শকদের জন্য শিল্পী প্রথমেই শোনান ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ এবং তার শেষ গানটি ছিল ‘ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি’। এভাবেই বিদায়ের পাত্রখানি স্মৃতিসুধায় ভরে দিয়েছেন তিনি। সবগুলো গানই শিল্পীর স্বকীয়তা আর গায়কীতে যেন প্রাণ পেয়েছে। সম্পূর্ণ পরিবেশটি ছিল গীতিময় এবং মধুময় সুন্দর আর পরিবেশনা ছিল মনে রাখার মতো। রবীন্দ্রসঙ্গীতের যন্ত্রসঙ্গীতও যে কত পরিমিত সুন্দর হতে পারে, তারই প্রমাণ দিয়েছে ‘বর্ষার ভালবাসা’ নামের এই একক সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত সন্ধ্যায় শিল্পী কামাল আহমেদ বিভিন্ন রাগে ১৪টি গান পরিবেশন করেন, গানগুলো হলো- মল্লার রাগে ‘আবার এসেছে আষাঢ়’, ‘বাদল-দিনের প্রথম কদম ফুল’, ‘আজি শ্রাবন ঘনগহন মোহে’, ‘আজি ঝড়ের রাতে’, সাহানা রাগে ‘নিশি না পোহাতে’, ইমন-কল্যাণ রাগে ‘আসা যাওয়ার পথের ধারে’, ইমন রাগে ‘আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো’, ‘এই উদাসী হাওয়ার পথে পথে’, রামকেলি রাগে ‘যদি জানতেম আমার কিসের ব্যথা’, ‘আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান’, পিলু রাগে ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমার পরান যাহা চায়’, কেদারা রাগে ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’ এবং বেহাগ রাগে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ প্রভৃতি। বর্ষা ও ভালবাসার বড় ভরসা যে রবীন্দ্রনাথের গান শিল্পী কামাল আহমেদ যেন আবারও তার প্রমাণ দিলেন। একটি আষাঢ় সন্ধ্যাকে তিনি তাঁর আন্তরিক উপস্থাপনায় স্মরণীয় এবং বরণীয় করে তোলেন। শিল্পী কামাল আহমেদ রবীন্দ্রসঙ্গীতের একজন সাধক। ব্যক্তিগতভাবে তিনি বাংলাদেশ বেতারের একজন পরিচালক (অনুষ্ঠান)। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ২০১৭ সালে শিল্পী কামাল আহমেদকে দিয়ে প্রথমবার আয়োজন করে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান। আর আইজিসিসির এ আয়োজন ছিল দ্বিতীয়। এ ধরণের আয়োজন যতবার হবে, ততবারই রবীন্দ্রসঙ্গীতের মধুর ছোঁয়া পাবে আমাদের মন। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিল্পী কামাল আহমেদের ১৬টি এ্যালবাম প্রকাশ হয়েছে, সৃষ্টির স্বীকৃতিস্বরূপ৬টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। যে সঙ্গীত সুন্দরের কথা বলে -সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব সবার মনে ও মননে হয়ে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×