ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামসাগর উদ্যানের কাটা গাছসহ গাড়ি আটক

প্রকাশিত: ০৯:১৬, ১৭ জুন ২০১৯

 রামসাগর উদ্যানের কাটা গাছসহ গাড়ি আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঐতিহ্যবাহী রামসাগর জাতীয় উদ্যান হতে গাছ কেটে সরকারী পিকআপ ভ্যানে পাচারের সময় গাড়িসহ কাটা গাছ আটক করেছে এলাকাবাসী। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা। শনিবার রাত ৮ টার দিকে রামসাগর জাতীয় উদ্যানের গাছ কেটে সরকারী পিকআপ ভ্যানে করে পাচার হচ্ছিল। এ সময় এলাকাবাসী গাড়িটি আটক করে। এলাকাবাসী অভিযোগ করেছে, বিভিন্ন সময়ে এই জাতীয় উদ্যান থেকে সরকারী গাছ কেটে পাচার হয়। কিন্তু এ বিষয়ে বিভিন্ন সময়ে আপত্তি জানানো হলেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গাছ পাচারের জন্য বন বিভাগের রামসাগরে দায়িত্বরত কর্মকর্তারা দায়ী অভিযোগ করে ঘটনার উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানায় এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান। গাছসহ পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। এলাকার মনোয়ারুল ইসলাম মনা জানান, দীর্ঘদিন ধরেই এই উদ্যান হতে গাছ কেটে পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে বিভিন্ন সময়ে বাধা দেয়া হলেও বন বিভাগের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার দাবি জানান তিনি। পিকআপের চালক কুরবান আলী জানান, কর্মকর্তাদের নির্দেশেই এসব গাছ নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় তিনি শুধু হুকুম পালন করেছেন, জড়িত নন বলে জানান তিনি। দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িসহ গাছগুলো থানা হেফাজতে দেয়া হয়েছে বলে জানান তিনি।
×