ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেশবপুরে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর জিডি

প্রকাশিত: ০৯:১৭, ১৭ জুন ২০১৯

 কেশবপুরে নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর জিডি

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৬ জুন ॥ জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অব্যাহত হুমকির কারণে জীবনের নিরাপত্তার জন্য উপজেলার মঙ্গলকোট গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক শনিবার রাতে কেশবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার জমির গাছ কেটে ক্ষতি সাধনের প্রতিবাদ করায় প্রতিপক্ষ রবিউল গংয়ের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করা হয়েছে। জানা গেছে, উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেন মোড়লের ছেলে কেশবপুরের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোড়লের সঙ্গে একই গ্রামের রবিউল ইসলাম, আব্দুল লতিফ ও রাসেল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হামলা, মারপিট, ভয়ভীতিসহ নানাভাবে ক্ষতিসাধন করার হুমকি প্রদান করছে। শনিবার রবিউল ইসলামের নেতৃত্বে আব্দুল লতিফ, রাসেল হোসেনসহ অজ্ঞাত একদল ব্যক্তি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের জমিতে রোপণকৃত কলা গাছ কেটে ক্ষতিসাধন করে।
×