ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ আজ উন্নয়নের মহাসড়কে রান করছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৭, ১৭ জুন ২০১৯

 দেশ আজ উন্নয়নের  মহাসড়কে রান করছে ॥  খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৬ জুন ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবারে যে বাজেট ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ কৃষকবান্ধব বাজেট। বর্তমান সরকার কৃষিবান্ধব বলেই বাজেটে কৃষকদের জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে রান করছে। সরকারী কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে কাজ করে যেতে হবে। ঘুষ-দুর্র্নীতি বন্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন মুমিনুল হক, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
×