ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৯:২২, ১৭ জুন ২০১৯

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৬ জুন ॥ কচুয়ায় গরিব অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামে প্রফেসর সৈয়দা নুরন্নাহার বেগম নিশু স্মৃতিঘর ট্রাষ্টের উদ্যোগে গরিব অসহায় রোগীদের বিশেষজ্ঞ গাইনি, মেডিসিন, শিশু ও অর্থোপেডিকস ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। ওই দিন প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ, চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম, সাবেক স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, উপজেলা বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।
×